আধার কার্ডের মাধ্যমেও তোলা যায় টাকা ? জেনে নিন পদ্ধতি
Aadhaar-Based Payment System: আধার কার্ড আর কেবল আপনার পরিচয়পত্র নয়, এই কার্ডের মাধ্যমেও তোলা যাবে টাকা। আধার-ভিত্তিক পেমেন্ট সিস্টেম (AePS)-এর মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন আপনি। জেনে নিন, কীভাবে করতে পারবেন এই কাজ। UIDAI Update: মোবাইলে পাবেন অনলাইন লেনদেনের অনুমতি আধার-ভিত্তিক পেমেন্ট সিস্টেম (AePS) হল এক ধরনের ডিজিটাল পেমেন্ট সিস্টেম যা পেমেন্ট করার জন্য আধার বায়োমেট্রিক যাচাইকরণ সিস্টেম ব্যবহার করে। আধার একটি অনন্য শনাক্তকরণ নম্বর যা ABPS লেনদেন করার জন্য আধার যাচাইকরণের মাধ্যমে পরিকাঠামোর সুবিধা দেয়। এটি ইউনিফাইড পেমেন্ট…