আধারের ডিজাইন করলে ১ লাখ টাকা পুরস্কার, প্রতিযোগিতা শুরু, কীভাবে করবেন আবেদন ?
UIDAI News Update : এবার আধারের ম্যাসকট ডিজাইন (Aadhaar Official Mascot) করলে আপনিও জিততে পারেন ১ লাখ টাকা পুরস্কার। সম্প্রতি আধারের অফিশিয়াল ম্যাসকট ডিজাইন প্রতিযোগিতার ঘোষণা করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। কত তারিখ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা UIDAI দেশব্যাপী মাসকট ডিজাইন প্রতিযোগিতা শুরু করেছে। যেখানে ভারতীয় নাগরিকদের অফিসিয়াল আধার মাসকট তৈরির জন্য আমন্ত্রণ জানানো হবে। সরকারের MyGov প্ল্যাটফর্মে আয়োজিত এই প্রতিযোগিতা ৩১ অক্টোবর, ২০২৫ পর্যন্ত চলবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত পুরষ্কার দেওয়া…

