সহবাগ, সচিনদের তালিকায় নাম লেখালেন শান-শফিক, পাকিস্তানের বিরুদ্ধে চাপে ইংল্যান্ড
মুলতান: এই মাঠে তাঁর বিধ্বংসী ইনিংস এখনও পাকিস্তান ক্রিকেটের দুঃস্বপ্ন হয়ে রয়েছে। পাক বোলিংকে ধ্বংস করে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন এই মাঠেই। বীরেন্দ্র সহবাগের নামকরণই হয়ে গিয়েছিল মূলতান কী সুলতান। সচিন তেন্ডুলকরের অপরাজিত ১৯৪ রানের ইনিংস রয়েছে এই মাঠে। সেই মুলতানে সেঞ্চুরি করে সহবাগ, সচিনদের তালিকায় নাম তুললেন পাকিস্তানের ওপেনার আবদুল্লা শফিক ও অধিনায়ক শান মাসুদ। দুই ব্যাটারের সেঞ্চুরির সুবাদে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভাল জায়গায় পাকিস্তান। প্রথম দিনের শেষে ৮৬ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৩২৮/৪। ওভার প্রতি…


