কোহলির জীবন নিয়ে হচ্ছে সিনেমা? পর্দায় বিরাট হচ্ছেন পঞ্চায়েত সিরিজের সচিবজী?
মুম্বই: কোটা ফ্যাক্টরি জনপ্রিয় হওয়ার পর থেকেই তাঁর অনুরাগীর সংখ্যা বেড়েছে । জিতু ভাইয়া নামে তাঁকে ডাকেন ভক্তরা । তবে পঞ্চায়েত ওয়েব সিরিজ তাঁর জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে । তিনি এখন সকলের প্রিয় ‘সচিবজী’ । সেই জিতেন্দ্র কুমার (Jitendra Kumar) এবার বিরাট কোহলির (Virat Kohli) ভূমিকায় অভিনয় করবেন? মহেন্দ্র সিংহ ধোনি থেকে শুরু করে মহম্মদ আজহারউদ্দিন, একাধিক ক্রিকেটারের জীবন নিয়ে তৈরি হয়েছে সিনেমা । কপিল দেবের নেতৃত্বে ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় নিয়ে তৈরি হয়েছে সিনেমা । এর মধ্যে…

