Marburg Virus: ইবোলার মতোই ভয়ংকর কী এই মারবার্গ? আসছে নতুন মারণভাইরাস-বিপদ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইতিমধ্যেই আফ্রিকায় আতঙ্ক তৈরি করে ফেলেছে এই মারণ ভাইরাস। ভয়ংকর সংক্রামক, ভয়ংকর ঘাতক শক্তির অধিকারী এই মারবার্গ নিয়ে এবার নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে বিশ্ব জুড়ে। মধ্য-পশ্চিম আফ্রিকায় ক্রমশ ভয়াল হয়ে উঠেছে মারবার্গ। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই শুরু হয়েছে এটা। এখন সেটা ক্রমশ বড় আকার ধারণ করছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তারা সতর্কও করেছে সংশ্লিষ্ট দেশগুলিকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে ফলখেকো বাদুড়দের মারফত ছড়ায় এই ভাইরাস। কেস ফ্যাটালিটি রেট বে উঁচুতে– ৮৮…