‘অগ্নিপথ’ নিয়ে সেনার সাংবাদিক বৈঠক
কলকাতা: অগ্নিপথ (Agnipath)-বিরোধিতায় দেশজুড়ে ভারত বন্ধের ডাক। অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে পথে নামল এসএফআই (SFI)।এদিন বর্ধমান রাজ কলেজের সামনে থেকে পার্কাস রোড মোড় পর্যন্ত মিছিল করেন এসএফআই সদস্যরা। পার্কাস রোড মোড়ে মিনিট দশেক প্রতীকী পথ অবরোধ করা হয়। ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে বিক্ষোভকারীদের জমায়েত। এদিন টিটাগড় থেকে মিছিল করে মহকুমাশাসকের কাছে ডেপুটেশন জমা দিতে যান তাঁরা। ব্যারাকপুর (Barracpur) চিড়িয়া মোড়ে মিছিল আটকায় পুলিশ। বিক্ষোভকারীদের প্রতিনিধিরা গিয়ে ডেপুটেশন জমা দেন। অগ্নিপথ-বিরোধিতায় ২৪ ঘণ্টা ভারত বন্ধের ডাক। বিক্ষোভ মোকাবিলায় সতর্ক রাজ্য প্রশাসন।…