হার্ট অ্যাটাক ধরতে সাহায্য করবে এআই ! শীঘ্রই ডাক্তারদের সুবিধায় নতুন প্রযুক্তি
Artificial Intelligence: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। এবার চিকিৎসকদের নির্ভুলভাবে ‘হার্ট অ্যাটাক’ বুঝতে সাহায্য় করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। সম্প্রতি এমনই সুখবর দিয়েছে বির্টেনের কিছু গবেষক। AI New Update: কীসের ভিত্তিতে এই সাফল্য ? ব্রিটেনের গবেষকরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI)উপর ভিত্তি করে একটি অভিনব অ্যালগরিদম তৈরি করেছেন তাঁরা। সেই নতুন প্রযুক্তি একদিন ডাক্তারদের দ্রুত ও নির্ভুলতার সঙ্গে হার্ট অ্যাটাক নির্ণয় করতে সাহায্য করবে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, CoDE-ACS নামের নতুন অ্যালগরিদম বর্তমান পরীক্ষার পদ্ধতির তুলনায় ৯৯.৬ শতাংশ নির্ভুলতার…