Mobile Phone: ফোন ধরতে ইচ্ছা করছে না? আপনার হয়ে উত্তর দেবে ‘এআই রিপ্লাইজ’, শীঘ্রই গুগল পিক্সেলে আসছে নতুন ফিচার
জানা গিয়েছে, খুব শীঘ্রই এমন ফিচার নিয়ে আসছে গুগল পিক্সেল ফোন। এর নাম ‘এআই রিপ্লাইজ’। উন্নত ভাষা মডেলের মাধ্যমে আপনার হয়ে কলারের সঙ্গে কথা বলবে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স।ফোন ধরতে ইচ্ছা করছে না? আপনার হয়ে উত্তর দেবে ‘এআই রিপ্লাইজ’ টেবিলে ফোন বাজছে, আপনি সোফায় বসে বসে খেলা দেখছেন, উঠে যেতে ইচ্ছা করছে না। আবার এমন কেউ ফোন করল, যার সঙ্গে কথা বলার ইচ্ছা নেই, কিন্তু ফোন কেটে দেওয়াও যাচ্ছে না। এরকম তো হামেশাই হয়। নিমরাজি হয়ে ফোন ধরতেও হয়। তবে আর…

