দিল্লি এইমসে ভয়াবহ অগ্নিকাণ্ড
নয়াদিল্লি : সপ্তাহের প্রথমদিনই ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীতে। দিল্লি এইমসে (AIIMS ) ভয়াবহ আগুন লেগে যায়। আগুন নেভাতে লড়াই চালাচ্ছে দমকলের ৮টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। সূত্রের খবর, হাসপাতালের এন্ডোস্কোপি বিভাগে আগুন চোখে পড়ে। হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। #WATCH | Delhi: A fire broke out in the endoscopy room of AIIMS. All people evacuated. More than 6 fire tenders sent,…