শহরে অক্ষয়-পত্নী টুইঙ্কেল, সল্টলেকে চালু করলেন ইন্টেরিয়র ডিজাইনিংয়ের নয়া কোর্স
কলকাতা: অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না ছবির জগতে নিজের ছাপ রেখে যেতে পারেননি। কিন্তু বলিউড ত্যাগ করার পর বই লেখার দিকে মন দেন। একইসঙ্গে ইন্টেরিয়র ডিজাইনিংয়ে নিজেকে ব্যস্ত রাখেন। আর এই দুই ক্ষেত্রেই নিজের জমি শক্ত করেছেন টুইঙ্কেল। এবার শহর কলকাতায় এসে তিনিই পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেন। সেলিব্রিটি ইন্টেরিয়র ডিজাইনার, লেখক, বলিউড তারকা, পুরস্কার বিজয়ী প্রযোজক, টুইঙ্কল বুধবার মেধাবী স্কিল ইউনিভার্সিটি এবং এনএসডিসি ক্ষমতাপ্রাপ্ত ডিগ্রি এবং ডিপ্লোমা প্রোগ্রাম চালু করেছেন INIFD সল্টলেক। ফ্যাশন এবং ইন্টেরিয়র ডিজাইনের এই নতুন…