Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Lionel Messi: পিএসজি ছাড়ছেন মেসি, জানিয়ে দিলেন কোচ ক্রিস্তোফ গালতিয়ের
Lionel Messi: পিএসজি ছাড়ছেন মেসি, জানিয়ে দিলেন কোচ ক্রিস্তোফ গালতিয়ের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ান জিতে ফেলেছে প্যারিস সঁ জরমঁ (Paris Saint Germain)। আর তাই শুক্রবার রাত ১টায় ক্লেরমন্ট ফুটের বিরুদ্ধে পিএসজির (PSG) ম্যাচটি নিয়মরক্ষার। তবে এই নিয়মরক্ষার ম্যাচটিই ফুটবলপ্রেমিদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ পিএসজির জার্সিতে এটিই হতে যাচ্ছে আর্জেন্টাইন (Argentina) কিংবদন্তি লিওনেল মেসির (Lionel Messi) শেষ ম্যাচ। সেটাই এদিন সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন হেড কোচ ক্রিস্তোফ গালতিয়ের (Christophe Galtier)। তিনি যে প্যারিসের বিখ্যাত ক্লাব ছাড়বেন, এ তো জানা ছিল সবারই। কিন্তু…

Read More