Jaya-Amitabha-Rekha: ‘অমিতাভ শুধুই আমার…আর ও আমারই থাকবে…’ শুনেই পিছু হটলেন এই স্বপ্নসুন্দরী নায়িকা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘দো আনজানে’ ছবিতে কাজ করার সময় প্রথম আলাপ। সেই আলাপ প্রেমে গড়াতে বেশি সময় নেয়নি। দৃঢ় সম্পর্ক গড়ে ওঠে এরপর। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং রেখার মধ্যে দীর্ঘদিন ধরে চলা প্রেমের ত্রিভুজ বলিউড ভক্তদের এখনও আকর্ষণ করে চলেছে। সম্প্রতি এক পডকাস্টে প্রবীণ চলচ্চিত্রবিদ হানিফ জাভেরি, তাঁদের জটিল সম্পর্কের নতুন কোণ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন যে জয়া বচ্চন একবার রেখাকে মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সে সময় অমিতাভ শহরে ছিলেন না। জয়া, রেখার সঙ্গে দীর্ঘ সময়…

