Novak Djokovic, Australian Open 2023: চোট উপেক্ষা করে ফের জয়, রুবলেভকে হারিয়ে সেমিতে জোকার
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) সেমি ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। বুধবার কোয়ার্টার ফাইনালে রাশিয়ার (Russia) আন্দ্রেই রুবলেভকে (Andrey Rublev) স্ট্রেট সেটে হারিয়ে দিলেন সার্বিয়ান (Serbia) টেনিস তারকা। খেলার ফল জকোভিচের পক্ষে ৬-১, ৬-২, ৬-৪। এই জয়ের সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে টানা সর্বাধিক ২৭ ম্যাচ জয়ের নজির গড়লেন জোকার। এর আগে এই রেকর্ড ঝুলিতে ছিল আন্দ্রে আগাসির (Andre Agassi)। এবার কিংবদন্তি আগাসিকে টপকে গেলেন নোভাক। বৃহস্পতিবার সেমি ফাইনালে যুক্তরাষ্ট্রের (USA) টমি পলের…