অঙ্ক পরীক্ষার খাতা দেখে চক্ষু চড়কগাছ! ছাত্রের উত্তর ভাইরাল, শিক্ষক বললেন, ‘অফিসে দেখা করো’!
অঙ্ক পরীক্ষার খাতা দেখে চক্ষু চড়কগাছ! ছাত্রের উত্তর ভাইরাল (Credit- Instagram/rvcjinsta) স্কুল-কলেজে সাধারণত দু’ধরণের ছাত্র থাকে। একদল, যাঁরা ক্লাসে সিরিয়াস, নোট নেয়, পড়াশোনা করে, পরীক্ষার খাতায় চোখ ধাঁধানো উত্তর লিখে আসে। আরেক দলের মন সবসময়ই ‘উরুউরু’, ক্লাসে বসে জানলার বাইরে চেয়ে থাকে, বই খুললেই এদের ঘুম পায়, আর পরীক্ষার খাতাকে বানিয়ে দেয় কমেডি শো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ‘সৃষ্টিশীল’ ছাত্রের কাণ্ড ভাইরাল হয়েছে। অঙ্ক পরীক্ষার খাতায় তাঁর উত্তর দেখে শুধু শিক্ষক নন, নেটিজেনরাও হতভম্ব! কেউ কেউ বলছেন, “একে…

