প্লেয়ারদের অনুরোধ রাখা হল না, ভারতীয় মহিলা ফুটবল দলের কোচ হলেন অ্যান্থনি অ্যান্ড্রুজ
নয়াদিল্লি: প্লেয়ারদের অনুরোধ রাখা হল না। বদলে গেল ভারতীয় মহিলা ফুটবল দলের কোচ (Indian Womens Football Team Coach)। থমাস ডেনারবাইয়ের বদলে কোচ হলেন অ্যান্থনি অ্যান্ড্রুজ। গোকুলাম কেরালার কোচ হিসেবে ইন্ডিয়ান উইমেন্স লিগ জিতেছিলেন অ্য়ান্থনি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে জাতীয় দলের প্লেয়াররা অনুরোধ জানিয়ে চিঠি লিখেছিলেন যাতে থমাসকেই কোচের পদে বহাল রাখা হয়। কিন্তু আইএম বিজয়নের নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটি সেই অনুরোধ রাখল না। ২৭ বছরের অ্যান্ড্রুজ কখনও এর আগে জাতীয় দলের কোচিং করাননি। অন্যদিকে ৬৩ বছরের প্রাক্তন কোচ থমাস ২০১৯…