Marvel Universe: মার্ভেল মহাবিশ্বে মেগাচমক! এবার ‘অ্যাভেঞ্জার’ এই খান, জানালেন ‘ক্যাপ্টেন আমেরিকা’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেমদিবসে মুক্তি পেল মার্ভেল স্টুডিয়োর ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড'(Captain America: Brave New World)। ছবিতে ‘স্যাম উইলসন’ ওরফে ‘ক্যাপ্টেন আমেরিকা’র ভূমিকায় অ্যান্থনি ম্যাকি (Anthony Mackie)অভিনয় করেছেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে ম্যাকি এমন এক ব্রেকিং নিউজ দিয়েছেন, যা বলিউড অনুরাগীদের চমকে দিয়েছে। তাঁর কাছে প্রশ্ন করা হয়েছিল যে, পরবর্তী অ্যাভেঞ্জার হিসেবে তিনি বলিউডের কোন দেখতে চাইবেন। অ্যান্থনি ম্যাকি বিন্দুমাত্র কালবিলম্ব না করে বলিউড বাদশা শাহরুখ খানের নাম (Shah Rukh Khan) বলেছেন। মার্ভেল মহাবিশ্বে তাহলে মেগাচমক! এবার…

