Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বিদেশি তাড়াতে রাস্তায় জনসমুদ্র, ভাঙচুর, তাণ্ডব আটকাতে গিয়ে মার খেল পুলিশ, আগুনে ঘি ইলন মাস্কের
বিদেশি তাড়াতে রাস্তায় জনসমুদ্র, ভাঙচুর, তাণ্ডব আটকাতে গিয়ে মার খেল পুলিশ, আগুনে ঘি ইলন মাস্কের

লন্ডন: অভিবাসন বিরোধী বিক্ষোভে এবার উত্তাল হল ইংল্যান্ড। বিদেশিদের বিরুদ্ধে রাস্তায় নামলেন প্রায় ১ লক্ষ মানুষ। ‘দেশ পুনরুদ্ধার’ করতে হবে বলে হাঁক দিলেন। আর সেই বিক্ষোভের আগুনে কার্যতই ঘি ঢাললেন ধনকুবের ইলন মাস্ক। ভার্চুয়াল ভাষণে বিক্ষোভকারীদের কার্যত তাতালেন তিনি। ইলনকে বলতে শোনা গেল, ‘হয় প্রত্যাঘ্যাত করো, নয় মরো’। আগামী দিনে হিংসা যে অনিবার্য, তাও জানালেন। যদিও ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টার্মার বিক্ষোভকারীদের তীব্র ভর্ৎসনা করেছেন। জানিয়েছেন, দক্ষিণপন্থী কট্টরপন্থীদের সামনে কখনও মাথা নোয়াবে না ব্রিটেন। দেশের বৈচিত্রময় সংস্কৃতির কথাও তুলে ধরেন…

Read More