Manasi Sinha: ‘এটা আমাদের গল্প’, শাশ্বত-অপরাজিতার গল্প নিয়ে পরিচালকের আসনে মানসী সিনহা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার পরিচালকের আসনে মানসী সিনহা(Manasi Sinha)। একথা আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সামনে এল টিজার। ছবির নাম ‘এটা আমাদের গল্প’। দুই মধ্য বয়স্কের প্রেমের কাহিনী নিয়ে এই ছবি। মানসী সিনহা পরিচালিত এই গল্প শুধু দুটি মানুষের না। আরও অনেকের গল্প। যারা এখনো সম্পর্কে বিশ্বাস রাখে, তেমন অনেক মানুষের গল্প।এই কাহিনীতে, দুটি সম্পূর্ন ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি ও পরিবেশের পরিবারের। আসলে সম্পর্ক গড়ে ওঠে শুধু দুটি মানুষের মধ্যে নয়, দুটি পরিবারের মধ্যে। পরিবার যদি আপন করে না…