Argentina: বুধে মাঠে ‘লা আলবিসেলেস্তে’, মেসি কি আদৌ খেলছেন! জানুন খেলা দেখার সব রাস্তা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঠে নামছে ভুবনজয়ী আর্জেন্টিনা (Argentina) দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ (FIFA World Cup Qualifiers 2026) বাছাই পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পেরুর বিরুদ্ধে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা তিন ম্য়াচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ‘লা আলবিসেলেস্তে’। তাই পেরুর বিরুদ্ধেও জয়ের সরণিতে থাকতে মরিয়া লিওনেল স্কালোনির শিষ্যরা। এখন প্রশ্ন ন্যাশনাল স্টেডিয়াম অফ পেরুতে (National Stadium of Peru) কি ক্যাপ্টেন ‘আর্জেন্টিনা’ লিওনেল মেসি (Lionel Messi) খেলবেন? মেসিকে ভোগাচ্ছে পেশির চোট। তিনি সেভাবে পুরো অনুশীলনও করেননি। যদিও মেসির কোচ স্কালোনি জানিয়েছেন যে,…