বিশ্বজয়ের পর আর্জেন্তিনার জার্সিতে নেমেই গোল, মাঠেই কেঁদে ফেললেন মেসি
বুয়েনস আইরেস: স্টেডিয়ামে তিলধারণের জায়গা নেই। আর্জেন্তিনার (Argentina) ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। ম্যাচের টিকিট চেয়ে ১০ লক্ষ মানুষ আবেদন করেছিলেন। ম্য়াচ কভার করতে চাওয়া সাংবাদিকের সংখ্যা? ১ লক্ষ ৩০ হাজার! হবে নাই বা কেন? ফ্রান্সকে রুদ্ধশ্বাস ফাইনালে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি (Lionel Messi), অ্যাঙ্খেল দি মারিয়া, নিকোলাস ওতামেন্দি, এমিলিয়ানো মার্তিনেজরা। জার্সির বুকে তিন তারা। তিন বিশ্বকাপ জয়ের প্রতীক হিসাবে। বুয়েনস আইরেসে পানামার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নেমেছিলেন লা আলবিসেলেস্তেরা।…