Arijit Singh News: “আমি প্লেব্যাক ছাড়ছি কারণ”….এবার স্পষ্ট হল কেন করিয়ারের শীর্ষে এমন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং
আপাতত তাঁর হাতে বেশ কয়েকটি প্লেব্যাকের কাজ রয়েছে৷ সেগুলো সব শেষ করবেন তিনি, জানিয়েছেন অরিজিৎ৷ এগুলো শেষ হলে আর তাঁকে প্লেব্যাকে পাওয়া যাবে না৷ এটা স্পষ্ট৷ ফলে বলিউডে যে তাঁর সুরেলা কন্ঠ শোনা যাবে না, তা তো একপ্রকার পরিষ্কার হয়ে গেছে৷ অরিজিৎ-এর এই ঘোষণার পরেই প্রতিক্রিয়ার ঝড় উঠেছে৷ তাহলে তিনিও কী বলিউডের রাজনীতির শিকার? সিনেমার জন্য প্লেব্যাক বন্ধ করলেন অরিজিৎ সিং৷ মঙ্গলবার রাতে এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গেল৷ নিজেই প্লব্যাক না করার কথা বলেছেন অরিজিৎ৷ তিনি এখন…


