Arnold Schwarzenegger: বেলচা হাতে পিচ দিয়ে রাস্তা সারাই করছেন হলিউড স্টার ‘টার্মিনেটর’ আর্নল্ড শোয়ার্জেনেগার?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি সব সময়ই নন ‘লার্জার দ্যান লাইফ’, বরং দৈনন্দিন জীবনের প্রয়োজনে দিব্যি ‘ছোট’ও হতে পারেন। ‘ছোট’ মানে, স্বাভাবিক। ‘লার্জার দ্যান লাইফ’ থেকে ‘ছোট’ না-হলে কী ভাবে তিনি বেলচা হাতে রাস্তা সারাইয়ের কাজে নেমে পড়তে পারেন? তিনি প্রখ্যাত অভিনেতা হলিউড স্টার আর্নল্ড শোয়ার্জেনেগার। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সড়কগুলিতে অসংখ্য গর্ত। অনেক দিন ধরেই এগুলি এভাবেই পড়ে আছে। তাঁর নিজের এলাকার রাস্তাঘাটেও এরকম অসংখ্য গর্ত। সংস্কার হচ্ছিল না। গাড়ি চলাচলে খুবই সমস্যা হচ্ছে। শেষমেশ বিরক্ত হয়ে…

