পেট্রোল পাম্পে শ্যুটআউট! আসানসোলে ফের চলল গুলি
সানসোল: বুধের পর বৃহস্পতিবার, আসানসোলে (Asansol) ফের চলল গুলি। পেট্রোল পাম্পে শ্যুটআউট, অল্পের জন্য রক্ষা কর্মীর! বিকেল চারটেয় স্কুটারে চেপে পেট্রোল পাম্পে চড়াও সশস্ত্র দুষ্কৃতীরা। স্কুটারে পেট্রোল ভরার পরই গুলি, অল্পের জন্য রক্ষা মহিলা কর্মীর। আসানসোলে ফের চলল গুলি: পুরুলিয়া, রানাঘাট, হলদিয়ার পর এবার আসানসোল। গয়নার শোরুম, সমবায় সমিতিতে ভয়াবহ ডাকাতির পর এবার আসানসোলে পেট্রোল পাম্পে চলল গুলি।বৃহস্পতিবার তখন, বিকেল পৌনে চারটে। আসানসোলের সালানপুরের একটি পেট্রোল পাম্পে স্কুটারে তেল ভরতে আসে ৩ যুবক। তিনজনেরই মাথায় ছিল টুপি। ঠিক কী…