ফের বঞ্চিত বাংলা! যুগ্ম বিজয়ী, তবু জায়গা হল না শুভর,অরিজিতের সাথে তুলনাই কাল হল?
দীর্ঘ পাঁচ মাসের সফর শেষ। ৪২তম পর্বে এসে ইতি পড়ল সুপারস্টার সিঙ্গারের সফরে। আবারও একবার জাতীয় স্তরের রিয়ালিটি শো-তে বঞ্চিত হল বাংলা। ইন্ডিয়ান আইডলে হারের মুখ দেখেছিল শুভদীপ, সেই ধাক্কা কাটিয়ে উঠবার ৫ মাস পরেই আবারও মন খারাপ বাংলার। এই বছর সোনি টিভির সুপারস্টার সিঙ্গারের মঞ্চে নজর কেড়েছিলেন শিলিগুড়ির শুভ সূত্রধর। শুধু দর্শক নন, করণ জোহরের মতো এ-লিস্টার প্রযোজক-পরিচালকের নজর কেড়েছেন শুভ। তবুও শিকে ছিঁড়ল না। রবিবার গ্র্যান্ড ফিনালেতে হারের মুখ দেখলেন শিলিগুড়ির ১৫ বছরের কিশোর। এদিন এক নয়,…