মাতৃস্নেহকে কুর্নিশ! মেয়েকে মাতৃত্বের স্বাদ দিতে জরায়ু দান করবেন প্রৌঢ়া মা
সন্তানের প্রতি মায়ের নিঃশর্ত ভালবাসা বার বার বন্দিত হয়ে এসেছে৷ সে কথাই আরও এক বার প্রমাণ করলেন অস্ট্রেলীয় মা, মিশেল৷ তিনি নিজের ইউটেরাস দান করতে চান৷ যাতে তাঁর মেয়ে কার্স্টি ব্রায়ান্ট মা হতে পারেন৷ গত বছর প্রথম বার মা হন কার্স্টি৷ কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর জরুরিকালীন ভিত্তিতে হিস্টেটেরেক্টমি করতে হয়৷ যাতে পোস্ট পার্টাম হেমারেজ বন্ধ করা যায়৷ এর ফলে ২৯ বছর বয়সি কার্স্টি সন্তানধারণের ক্ষমতা হারিয়ে ফেলেন৷ কিন্তু তিনি আবার মা হতে চান৷ সারোগেসি নিয়ে প্রত্যেক দেশেরই নিজস্ব…