রাতে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে ফোন, সকালে অন হবেও আপনাআপনি
ঘুমের সময় হয়েছে। আপনি জানেন এখন ঘুমিয়ে পড়া দরকার। কিন্তু সেই ফেসবুক নিউজফিড স্ক্রল করে চলেছেন। সোশ্যাল মিডিয়ার জম্বি হয়ে গিয়েছি আমরা। ইচ্ছা সত্ত্বেও ফোনটা সময় মতো রেখে ঘুমিয়ে পড়তে পারি না। কিন্তু এমন যদি হত যে, সময় হলেই ফোন নিজে থেকে অফ? কিন্তু তাতেও মুশকিল। সকালের অ্যালার্মও তো ফোনেই বাজবে। ফোন অফ হলে তা কীভাবে হবে? সেই মুশকিল আসানই পাবেন আজ। ফোন নিজে থেকেই অন-অফ হবে। অ্যান্ড্রয়েড ফোনে স্বয়ংক্রিয়ভাবেই ডিভাইস চালু এবং বন্ধ করা যায়। এই ফিচারটি অনেকেই…