Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Display Toll Prices: এবার গুগল ম্যাপই দেখাবে কোথায় কত টোল ট্যাক্স দিতে হবে
Display Toll Prices: এবার গুগল ম্যাপই দেখাবে কোথায় কত টোল ট্যাক্স দিতে হবে

নিজস্ব প্রতিবেদন: গুগল ম্যাপ একটি নতুন ফিচার যোগ করতে চলেছে। এবার তারা তাদের অ্যাপের ব্যবহারকারীদের টোল ট্যাক্সের পরিমাণও দেখিয়ে দেবে। দেবে ‘টোল পাস’। সংস্থা ঘোষণা করেছে, যখনই কোনও যাত্রী যাত্রা শুরু করবেন, তিনি তার গুগল অ্যাপে দেখে নেবেন, পথের কোথায় কোথায় টোল ট্যাক্স দিতে হবে। সংশ্লিষ্ট টোল ট্যাক্স সংস্থার থেকেই আগাম ব্যবহারকারীর কাছে বার্তা চলে আসবে। অ্যাপ এ-ও দেখাবে, সপ্তাহের কোন দিন সেটি, এবং সংশ্লিষ্ট টোল পয়েন্টে সেই মুহূর্তে কোন গাড়ির জন্য কত ট্যাক্স ধার্য। শুধু তাই নয়, নতুন…

Read More