Covid 19: ভারতে সন্ধান মিলেছে নতুন কোভিড সাব-ভেরিয়্যান্টের, সতর্ক করল WHO
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তারমধ্যেই ভারতে করোনাভাইরাসের ভেরিয়্যান্ট ওমিক্রনের নয়া উপপ্রজাতির হদিশ মিলল। নয়া এই বিএ ২.৭৫ সাব-ভেরিয়ান্টের বিষয়ে ইতিমধ্যেই ভারতকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। WHO প্রধান টেড্রস অ্যাডানাম গেব্রিয়েসাস জানিয়েছেন, গত দুই সপ্তাহে বিশ্বে ফের কোভিডের সংক্রমণ বেড়েছে। সংক্রমণ প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউরোপ ও আমেরিকায় ছড়িয়েছে ওমিক্রনের বিএ.৪ ও বিএ.৫ সাব-ভেরিয়্যান্ট। ভারতেও হানা দিয়েছে ওমিক্রনের নয়া সাব-ভেরিয়্যান্ট বিএ ২.৭৫। যার জেরেই বাড়ছে সংক্রমণ।…