দারিদ্র্যের সঙ্গে লড়াই! অদম্য জেদেই আবহাওয়া দফতরে সহকারী বিজ্ঞানী এই যুবক
মনের জোর আর ইচ্ছাশক্তি থাকলেই যে, সব বাধা অতিক্রম করা যায় তার প্রমাণ বারবার রেখেছে মানুষ। এবার আবারও সে কথাই প্রমাণ করলেন রাজস্থানের করৌলির বারুলা গ্রামের এক হতদরিদ্র পরিবারের সন্তান। দারিদ্র্যকে সঙ্গে করেই সাফল্য ছিনিয়ে নিয়েছেন বাবলু মীনা নামে ২২ বছরের যুবক। অদম্য জেদ আর কঠোর পরিশ্রমে ভর করে তিনি পেয়েছেন আবহাওয়া দফতরের সহকারী বিজ্ঞানী পদ। পিছিয়ে পড়া গ্রাম বারুলার বাসিন্দা বাবলু ও তাঁর পরিবার চরম দারিদ্র্য সঙ্গী করেই জীবন ধারণ করেছেন এতদিন। কিন্তু বাবলুর কঠোর পরিশ্রম তাঁকে পৌঁছে…