জিনিসপত্রের দাম ‘আগুন’ ! অস্থির বাংলাদেশে চার মাসে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি
Inflation In Bangladesh: অশান্ত বাংলাদেশে (Bangladesh Crisis) এবার চিন্তা বাড়াচ্ছে মুদ্রাস্ফীতি। একে একে বাড়ছে নিত্য় প্রয়োজনীয় জিনিসের দাম। পরিসংখ্যান বলছে, নভেম্বরে 11.38 শতাংশে পৌঁছেছে বাংলাদেশের মুদ্রাস্ফীতি, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। প্রধানত খাদ্যের অগ্নিমূল্যের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার দেশের মুদ্রাস্ফীতির বিষয়ে এই তথ্য় দিয়েছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস (BBS)। এখন বাংলাদেশে কী পরিস্থিতি সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, অক্টোবরে বাংলাদেশে মুদ্রাস্ফীতি ছিল 10.87 শতাংশে। নভেম্বরে খাদ্যের মুদ্রাস্ফীতি 13.80 শতাংশ বেড়েছে, যা এক মাস আগে ছিল 12.66 শতাংশ।…