বৃষ্টিতে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট ! ফের প্রাণ গেল ২ জনের
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : হরিদেবপুরের পর এবার বাঁকুড়া। ফের বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু। প্রবল বৃষ্টিতে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা-সহ ২ জনের। শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে বাঁকুড়া ২ নম্বর ব্লকের ভূতশহর গ্রামে। প্রাতর্ভ্রমণে বেরিয়ে মৃত্যুস্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিন ভোরে গ্রামের রাস্তায় প্রাতর্ভ্রমণে বের হন পার্বতী ঘোষ। শুক্রবার রাতের বৃষ্টিতে ছিঁড়ে পড়া বিদ্যুৎবাহী তার ঝুলছিল। তাতেই কোনোভাবে বিদ্যুত্স্পৃষ্ট হন হয়ে রাস্তার পাশে লুটিয়ে পড়েন ওই মহিলা। ওই মহিলাকে পড়ে থাকতে দেখে ছুটে আসেন…