বাইকের হ্যান্ডেলের দু’পাশে গোলাকার লোহার বার থাকে কেন? শুধু স্টাইল নয়, আছে কারণ
কলকাতা: বাইকের হাতলের দু’পাশে গোলাকার লোহার বার থাকে। এটা আগে থাকত না। এখন দেওয়া হচ্ছে। একে বলে ‘বার এন্ড প্রটেক্টর’। বেশিরভাগ বাইকেই লোহার বার দেওয়া হয়। তবে কিছু বাইকে প্লাস্টিকের বারও দেওয়া হচ্ছে। ১০০ সিসি বা তার বেশি ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের বাইকেই বার এন্ড প্রোটেক্টর দেখা যায়। হ্যান্ডেলের শেষ প্রান্তে এমন বার দেওয়ার কারণে বাইকের বদলে যায় পুরো লুক। হ্যান্ডেলগুলো অনেক বেশি চওড়া এবং স্টাইলিশ দেখায়। এখন প্রশ্ন হল, বার এন্ড প্রোটেক্টরের কাজ কী? এটা কী শুধুই স্টাইলিশ দেখানোর জন্য?…

)