বর্ধমানে নয়া আতঙ্ক, বাড়ি ফাঁকা রেখে যেতে পারছেন না কেউ! কী ঘটছে? ভিড়মি খাবেন
ভাতার: পাঁচ মাস পর চুরি যাওয়া গহনা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। ভাতারের ভূমশোর গ্রামের ইসমাতারা বেগম নামের এক বাসিন্দা কয়েকদিন বাড়িতে ছিলেন না। জানা গিয়েছে, তিনি আত্মীয়র বাড়ি গিয়েছিলেন। ইসমাতারা বেগমের স্বামী মুম্বইয়ে থাকেন। সেই সুযোগে গত ১৭ অক্টোবর ইসমাতারা বেগমের বাড়ির আলমারি ভেঙে ৯ ভরি সোনা চুরি হয়। ভাতার থানার পুলিশ অভিযোগের পরিপেক্ষিতে তদন্তে নামে। সেই সময়ে ইসমাতারা বেগমের পাশের বাড়িতে বাড়ি তৈরির কাজ হচ্ছিল। পুলিশ প্রাথমিক ভাবে রাজমিস্ত্রীদের…