Junior National Judo Championship 2026: নিজের ঘরেই মুখ থুবড়ে পড়ল আয়োজক বাংলা! পঞ্জাব-চণ্ডীগড়ের ‘দাদাগিরি’তে পদকহীন লজ্জা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেবারে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হল এবারের জাতীয় জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৬ (Junior National Judo Championship 2026)। হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তিন দিন ব্যাপী (২৩-২৫ জানুয়ারি) এই চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিল বাংলা। ভিন রাজ্যের দাদাগিরিতে ঘরের মাঠেই ব্যর্থ হল বাংলার জুডোকারা! পঞ্জাব-চণ্ডীগড়ের বাজিমাত এবারের চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ৪টি সোনা জিতে প্রথম স্থানে শেষ করেছে পঞ্জাব। তিনটি সোনা জিতে দুয়ে থেমেছে চণ্ডীগড়। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে হরিয়ানা ও মণিপুর। ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে সেরা হয়েছে…
