Bizarre News: তীর্থ ভ্রমণে গিয়েছিল গোটা পরিবার, বাড়ির দরজা খুলতেই বইল বিষাক্ত ‘স্রোত’, আতঙ্কে কাঁপছে গোটা হিঙ্গলগঞ্জ
Bizarre News: ঘরের বিভিন্ন কোণা থেকে একের পর এক সাপ বের হতে শুরু করছে। আতঙ্কিত পরিবার, ঘটনাস্থল থেকে এ পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ২০ বিষধর সাপ। বাচ্চা ও বড় সাপ মিলিয়ে এত সংখ্যক সাপ একসঙ্গে দেখা অত্যন্ত বিরল। প্রতীকী ছবি। হিঙ্গলগঞ্জ, জুলফিকার মোল্যা: এক ঘরে ২০ বিষধর সাপ, বাসিন্দারা রীতিমতো হতবাক। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়া বাউলিয়াপাড়ায় ঘর থেকে বের হতে শুরু করল সাপের ‘স্রোত’, আতঙ্কিত পরিবার। হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া বালিয়াপাড়ায় ঘটে গেল এক চাঞ্চল্যকর…

