Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বিয়ের পিঁড়িতে বসছেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্য! হবু বরকে চেনেন?
বিয়ের পিঁড়িতে বসছেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্য! হবু বরকে চেনেন?

দিদি পেশায় চিকিৎসক। তাঁর হবু স্বামী দিব্যজিৎ দত্ত। তিনি ওই একই পেশার সঙ্গে যুক্ত।ডাক্তারি ঐশ্বর্যর পেশা হলেও, মডেলিংও তাঁর শখ। সমাজমাধ্যমে তাঁর ছবি মাঝেমধ্যেই নজর কাড়ে।বিয়ের পিঁড়িতে বসছেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্য কলকাতা: ঐন্দ্রিলা শর্মা নেই। রয়ে গিয়েছে তাঁর স্মৃতি। আর সেই স্মৃতি আঁকড়ে রয়েছেন তাঁর কাছের মানুষরা। প্রয়াত অভিনেত্রীর মা ও দিদির ফেসবুক জুড়ে তারই আঁচ। ঐন্দ্রিলার নানা ছবি-ভিডিও শেয়ার করেন তিনি। নিজের মনের কথা, দুঃখ ভাগ করে নেন সকলের সঙ্গে। । বহু ঝড়ঝাপটা পেরিয়ে শর্মা…

Read More

জাদুকরের মেয়ের বিয়ে! বিয়ের পিঁড়িতেও ম্যাজিকের ছোঁয়া, সাতপাকে বাঁধা মৌবনী-সৌম্য
জাদুকরের মেয়ের বিয়ে! বিয়ের পিঁড়িতেও ম্যাজিকের ছোঁয়া, সাতপাকে বাঁধা মৌবনী-সৌম্য

 ৩০ নভেম্বর, রবিবার, জাদুকর পিসি সরকারের মেয়ে মৌবনি সরকারের বিয়ে৷ পত্রিকায় মেয়ের বিয়ের বিজ্ঞাপন দিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার। সবার আগে পাত্র পাওয়া গিয়েছে মেজো মেয়ে মৌবনির জন্য।এ বিষয়ে বাবা পিসি সরকারের বক্তব্য, তিনি এবং তাঁর স্ত্রী জয়শ্রী সরকার মেয়েদের জন্য পাত্রদের তালিকা বাছাই করে দিয়েছেন। মৌবনি নিজের বেটার হাফকে বেছে নিয়েছেন।বিয়ের পিঁড়িতেও ম্যাজিকের ছোঁয়া। সাত পাকে বাঁধা পড়লেন মৌবনি-সৌম্য। Last Updated: November 30, 2025, 19:59 IST

Read More