শুধু আটলান্টিক মহাসাগর নয়, পশ্চিমবঙ্গের পাশেও রয়েছে রহস্যময় ‘বারমুডা ট্রায়াঙ্গল’
আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য আজও সমাধান হয়নি। তবে শুধু আটলান্টিক নয়, পশ্চিমবঙ্গের পাশেই রয়েছে এমনই আরেক রহস্যজনক ত্রিভূজ যাকে বলে ‘ভারতের বারমুডা ট্রায়াঙ্গল’। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশায় রয়েছে আরেকটি ‘বারমুডা ট্রায়াঙ্গল’। এই ত্রিভূজ যে তিন কাল্পনিক বিন্দু নিয়ে গঠিত হয়েছে তার একটি বিন্দু রয়েছে ওড়িশার আমারদা রোড এয়ারফিল্ডে, দ্বিতীয় বিন্দু রয়েছে ঝাড়খন্ডের চাকুলিয়ায় এবং তৃতীয় বিন্দুটি রয়েছে বাঁকুড়ার কাছে পিয়ারডোবায়। এই তিনটি কাল্পনিক বিন্দু যোগ করলে একটি ত্রিভূজ তৈরি হয়। গত ৭৪ বছর ধরে এই ত্রিভূজের রহস্যের কোনও…