কখন আপনার বাইক সার্ভিসিংয়ের সঠিক সময় ? দেরি করলে হবে বড় ক্ষতি
Auto : বাইকের পারফরম্যান্স দুর্দান্ত হলেও হতে পারে এই সমস্যা। সময়মতো সার্ভিসিং না করালে ধীরে ধীরে খারাপ হতে পারে আপনার বাইক। প্রাথমিকভাবে পার্থক্যটা সামান্য মনে হতে পারে। কিন্তু সার্ভিসিংয়ে দেরি হলে ইঞ্জিনের উপর চাপ বাড়তে থাকে। এর ফলে বাইকের মাইলেজ কমে যেতে পারে। বাইকের শব্দেও হতে পারে বড় পরিবর্তন, রাইডেও এতে পড়ে প্রভাব। অনেকেই বাইকে সমস্যা দেখা দিলে তবেই সার্ভিসিং করান, তবে এটা ঠিক নয়। এই ভুল করেন অনেকে ঠিক এখানেই সবচেয়ে বড় ভুলটি হয়। সঠিক সময়ে বাইকের সার্ভিসিং…

