Bhaggyolokkhi Trailer: ঘরের ভিতর খুন, ইউটিউবে ভিডিও দেখে কাটাছেঁড়া হচ্ছে দেহ! ভয়ঙ্কর ‘ভাগ্যলক্ষ্মী’, দেখুন
মধ্যবিত্ত সংসারে সবসময় টাকার চাহিদা থেকে যায়৷ কিন্তু সেই চাহিদা পূরণে কী কোনও অপরাধের সঙ্গে জুড়ে যায় ছবির সত্য ও কাবেরীর জীবন? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে৷ কলকাতা: মৈনাক ভৌমিকের পরিচালিত ভাগ্যলক্ষ্মী ঘিরে তৈরি হয়েছে শুধুই রহস্য৷ প্রধান চরিত্রে ঋত্বিক চক্রবর্তী ও সোলাঙ্কি রায়৷ টিজারেই সেই রহস্যে মোড়া গল্পের আভাস দিয়েছেন পরিচালক৷ মধ্যবিত্ত পরিবারে সম্পর্কের টানাপোড়েন নয়, ঠাঁই পয়েছে লাশ লোপাটের গল্প, যার পরতে পরতে রয়েছে শুধুই রক্তের গন্ধ! সঙ্গে আবার সুটকেস বোঝাই টাকা৷ এটা কী কোনও খুন, সম্পত্তি লোপাটের…

