ভবানীপুরের খুনে ব্যবহার হয়েছে 7mm পিস্তল! সঙ্গে ছিল ধারালো বস্তু
কলকাতা: ব্যবসায়ী দম্পতির খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে রশ্মিতা শাহকে খুন করা হয়েছে সেভেন এমএম পিস্তল দিয়ে। রশ্মিতা শাহের দেহ ঘরের মধ্যে খাটের উপর থাকলেও পা ছিল মাটির দিকে, ঘটনাস্থল ঘুরে পুলিশ দেখে দেহ চিৎ হয়ে আছে ও মাথার পিছনের দিকে রয়েছে বুলেট ইঞ্জুরি। সেই ঘরের একটি আলমারি ভাঙা ও অগোছালো অবস্থায় পাওয়া গিয়েছে (Bhawanipur Murder)। অশোক শাহের দেহ বসার ঘরের পড়ে ছিল ও পেটের ডান দিকে ও গলায় ধারালো বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছে। মঙ্গলবার…