Bank Holidays in July: জুলাই মাসের প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন ছুটির তালিকা
নিজস্ব প্রতিবেদন: জুলাই মাসটা শুরুই হচ্ছে ব্যাঙ্ক হলিডে দিয়ে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই-এর নিয়ম মোতাবেকই এই হলিডে-ক্যালেন্ডার। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা এনআই অ্যাক্টের নিয়মে নিম্নলিখিত দিনগুলিতে বন্ধ থাকছে ব্যাঙ্ক: ১ জুলাই— রথযাত্রার ছুটি ৭ জুলাই — খরচি পুজো, এটি আগরতলায় বন্ধ ৯ জুলাই– বকরি ইদ; এমনিতেও এটি সেকেন্ড সাটার ডে। ১১ জুলাই— জম্মু ও শ্রীনগরে ইদ-উল-আজহা ১৩ জুলাই-– গ্যাংটকে ভানুজয়ন্তীর ছুটি ১৪ জুলাই— শিলংয়ে বেহ ডায়েনখ্লাম ১৬ জুলাই— দেহরাদুনে হরেলার ছুটি ২৬ জুলাই– আগরতলায় কের পুজো এ…