কিনলেন কালো রঙের বাইক, সেটা চাইলে অন্য রঙ করা যায়? আরটিও নিয়ম জেনে নিন
কলকাতা: যাঁরা বাইক চালাতে ভালবাসেন, যাঁদের টু-হুইলার আছেও, তাঁরা পুজোয় শহর চক্কর মারবেন তাতে করেই, সন্দেহ কী! তবে কি না নিজের জন্য নতুন জামা হল, নতুন ধাঁচে চুল কেটে তা রাঙানো হল, এর পর এত সেজেগুজে ঘোরার সময়ে বাইক যদি সেই পুরনো ঔজ্জ্বল্যহীন রঙের হয়, চোখে ঠেকবে না? ঠেকবে তো বটেই! এদিকে পুজো বলে বাইকে নতুন রঙ নিজে থেকে করানোও যাবে না। কেন না, তা আইনত দণ্ডনীয় অপরাধ। লাগানো যাবে না ফ্যান্সি নম্বর প্লেটও ওই একই কারণে। চড়া আওয়াজের…