রাতে বাইক চালালে রাস্তার কুকুর ধাওয়া করে? বাঁচার সহজ উপায় জেনে নিন
#কলকাতা: ভারতের বহু মানুষ বাইকে যাতায়াত করেন। অনেকেই রাতেও বাইক চালান। ফলে অনেকেরই নিশ্চয়ই অভিজ্ঞতা হয়েছে, রাতের বেলা বাইক চালালে বেশ কিছু রাস্তায় কুকুরের দল ধাওয়া করে। এক বা একাধিক কুকুর বাইকের পিছনে অনেকটা দূর পর্যন্ত ছুটতে থাকে। এটা নিশ্চয়ই কোনো না কোনো সময় সেই সব লোকের সঙ্গেই ঘটেছে, যারা কুকুর আছে এমন শান্ত রাস্তায় রাতে বাইক চালায়। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন, কীভাবে এটি এড়ানো যায়? বাইক চালানোর সময় কুকুরের ঘেউ ঘেউ করা এবং তাড়া করা এড়ানো যায়…