ফের ‘বিশ্বে প্রথম’ চিন, বার্ড ফ্লু সংক্রমণে মৃত ১
নয়াদিল্লি: এতদিন জানা ছিল এই ভাইরাস পাখিদের জন্য মারণ সংক্রমণ আনে। ঝাঁকে ঝাঁকে পোলট্রি উজাড় হয়ে গেলেও মানুষের প্রাণ নিয়ে আশঙ্কা এতদিন ছিল না। কিন্তু এবার সেই আশঙ্কাও দোরগোড়ায়। কারণ দক্ষিণ চিনে এক মহিলা মারা গিয়েছেন বার্ড ফ্লু সংক্রমণে। H3N8 Avian Influenza-তে সংক্রমিত ছিলেন তিনি। বিশ্ব স্বাস্থ্য় সংস্থা (World Health Organization)-এর মতে বিশ্বে এই প্রথম কোনও মানুষ বার্ড ফ্লু-তে মারা গেলেন। পাখিদের যে ধরনের ফ্লু-হয়ে থাকে তার মধ্যে অন্যতম H3N8 Avian Influenza- সাব টাইপ। এর আগে মানুষের মধ্যে এর…