বাড়িতে হেল্থ চেকআপের এই যন্ত্রগুলো আছে তো? দরকার হয় যখন-তখন, দামও আহামরি নয়
Health Gadgets: স্বাস্থ্য খাতের প্রযুক্তি এখন খুবই উন্নত জায়গায় পৌঁছে গিয়েছে। কিছুদিন আগেও শরীরের নানা সমস্যার চেকআপ অর্থাৎ ব্লাড প্রেসার, পালস, গ্লুকোজ ইত্যাদির টেস্ট করার জন্য চিকিৎসালয় বা নিদেনপক্ষে ওষুধের দোকানে যাওয়ার প্রয়োজন হত। অনেক টেস্ট আবার হাসপাতাল ছাড়া অন্য কোথাও করা যেত না। কিন্তু টেকনোলজি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে এখন খুব সহজেই ঘরে বসে এই সকল টেস্ট করা যায়। এখন বাজারে এমন কিছু মেশিন রয়েছে যার মাধ্যমে খুব সহজে ঘরে বসে এই সকল টেস্ট করা যায়। এর ফলে…