যত দিন বাদশা, সুলতানরা থাকবে, বলিউড ডুববে! শাহরুখ-সলমনকে কটাক্ষের তির বিবেকের
#মুম্বই: বলিউড সুপারস্টারদের উপর ক্ষোভ উগরে দিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। বলিউডের সঙ্গে এর আগেও একাধিক বার দ্বন্দ্বে জড়িয়েছেন তিনি। এ বার সরাসরি সেই ইন্ডাস্ট্রির মেগাস্টার শাহরুখ খান এবং সলমন খানের সঙ্গে বাকযুদ্ধে নামলেন তিনি। সদ্য একটি খবর শেয়ার করেন বিবেক। যেখানে লেখা ছিল, ‘কেন শাহরুখ খান এখনও বলিউডের কিং হিসেবে চিহ্নিত?’ পরিচালক সেই ট্যুইটটি রিট্যুইট করে লেখেন, ‘যত দিন পর্যন্ত বলিউডে কিং, বাদশা, সুলতানরা থাকবে, তত দিন বলিউড ডুববে। মানুষের…