রাতারাতি অপসারিত BSF প্রধান ও ডেপুটি, পাকিস্তান-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ
নয়াদিল্লি: রাতারাতি সীমান্ত রক্ষী বাহিনীতে (BSF) বড় পরিবর্তন। BSF-এর ডিরেক্টর জেনারেল নিতিন আগরওয়াল এবং তাঁর ডেপুটি, স্পেশ্যাল ডিজি (ওয়েস্ট) ওয়াই বি খুরানাকে পদ থেকে সরানো হল। অবিলম্বে তাঁদের রাজ্য ক্যাডারে ফিরে যেতে বলা হয়েছে। রাতারাতি কেন এমন নির্দেশ দেওয়া হল, তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে। (Border Security Force) নিতিন ১৯৮৯ সালের কেরল ক্যাডারের অফিসার। খুরানা ১৯৯০ সালের ওড়িশা ক্যাডারের। ২০২৩ সালের জুন মাস থেকে BSF প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন নিতিন। পাকিস্তান সীমান্ত বরাবর নিরাপত্তা,…