সরাতে পারবেন একটি কাঠি, তাহলেই ভুল অঙ্ক হবে ঠিক, যে পারবে সে জিনিয়াস
Brain Teaser Matchstick Puzzle: একটি মজার অঙ্ক ও তার সমাধান নিয়ে এই প্রতিবেদন। এই ছবিতে দেখা যাচ্ছে দেশলাই কাঠি দিয়ে সাজিয়ে একটি অঙ্ক তৈরি করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে 7+5=7 দেখানো হয়েছে। অর্থাৎ ভুল রয়েছে। ১২ হওয়ার কথা।