Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
৭ পুচকে থাকতেও আরও একটি শিশু চেয়েছিলেন মা, শেষে একসঙ্গে ক’জন জন্মাল জানেন!
৭ পুচকে থাকতেও আরও একটি শিশু চেয়েছিলেন মা, শেষে একসঙ্গে ক’জন জন্মাল জানেন!

সাত পুচকের দুষ্টুমিতে বাড়িটা গমগম করছে। কিন্তু আরেকটি পুচকে না হলে কেমন যেন খালি খালি লাগছে বাড়িটা। আরেকটি পুচকে কোল আলো করে এলেই যথেষ্ট, এমনটাই ভেবেছিলেন ব্রিটিশ ভিন্স ক্লার্ক ও ডমিনিকা। কিন্তু বাস্তবে ওপরওয়ালা একটু বেশিই প্রসন্ন হলেন। আরেকটি সন্তান পেতে গর্ভবতী হন ডমিনিকা। তবে গর্ভধারণের পর ইউএসজি রিপোর্টে জানা যায়, একটি নয়, আরও পাঁচ ছোট্ট অতিথি আসতে চলেছে তাদের সংসারে! সেই খবর শুনে রীতিমতো আনন্দে আপ্লুত হয়ে পড়েন ভিন্স ও ডমিনিকা।‌ অবশেষে দীর্ঘ অপেক্ষার শেষে এখন ১২ জন…

Read More