নখ কালচে ও ভঙ্গুর হয়ে যাচ্ছে? শরীরে বাসা বেঁধেছে কোন রোগ? প্রতিরোধই বা কী ভাবে? চিকিৎসকের পরামর্শ জেনে নিন
কেন কালচে হয়ে যায় আমাদের নখ? কেনই বা ভাঙতে থাকে? নেপথ্যে কোনও অসুখ? অনেকেই জানেন না। ফেলে রাখলেই বাড়ে ঝুঁকি। কী বলছেন চিকিৎসক? সাধারণত বলা হয়, শরীরের ভেতরের সুস্থতার ছাপ পড়ে মুখে। কথাটা কতটা সত্য, তা নিয়ে তর্ক থাকতেই পারে। তবে চিকিৎসকদের মতে, শরীরের ভেতরের অবস্থার স্পষ্ট ইঙ্গিত অনেক সময় পাওয়া যায় নখের মধ্যেই। এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন থিরুভারুরের ডায়াবেটিস বিশেষজ্ঞ প্রকাশ মূর্তি (Prakash Murthy)। তাঁর মতে, নখ কালচে হয়ে যাওয়া ও সহজে ভেঙে যাওয়া কোনও সাধারণ…

